Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বিয়েবাড়ি যাওয়ার পথে নিহত ১৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৬:৩০ পিএম

ভারতে বিয়েবাড়ি যাওয়ার পথে নিহত ১৩

প্রতীকী ছবি

ভারতের মধ্যপ্রদেশে ট্র্যাক্টর উলটে ১৩ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। 

রোববার রাতে রাজ্যের রাজগড় জেলার পিপলোড়িজাদে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। এদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্র্যাক্টরে যারা ছিলেন তারা সবাই রাজস্থানে একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। রোববার রাতে হঠাৎ সড়কে ওই ট্র্যাক্টরটি উলটে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। 

আহতদের রাজগড় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্র্যাক্টরটি কীভাবে উলটে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজগড়ের জেলা প্রশাসক হর্ষ দীক্ষিত সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ২৫ জন আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে দুজনের মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগায় তাদেরকে ভোপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

তিনি বলেন, নিহতের সংখ্যা আর বাড়ার সম্ভাবনা নেই। দুই ব্যক্তির আঘাত গুরুতর ছিল। কিন্তু তারা এখন বিপদমুক্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম