Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলংকায় বন্যায় ১৪ জনের প্রাণহানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৮:৫৯ পিএম

শ্রীলংকায় বন্যায় ১৪ জনের প্রাণহানি

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় মৌসুমি ঝড়ের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং গাছপালা উপড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। 

রোববার দেশটির জাতীয় দুর্যোগকেন্দ্র প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। রোববার রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) বলেছে, ১১ বছর বয়সি এক শিশুকন্যা ও ২০ বছর বয়সি এক তরুণসহ আরও কয়েকজন ধসে যাওয়া মাটির নিচে জীবন্ত চাপা পড়েছেন। 

ডিএমসি বলছে, গত ২১ মে মৌসুমি ভারি বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে সাতটি জেলায় গাছ পড়ে আরও ৯ জন নিহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম