বুথফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে জিতবে বিজেপি, যা বলছেন মমতা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:২৯ পিএম
ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হয়েছে শনিবার। প্রধানমন্ত্রীর আসনে এবার হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বুথ ফেরত জরিপগুলো এমনটাই ভবিষ্যদ্বাণী করছে। খবর এনডিটিভির
দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে। গতকাল সন্ধ্যায় বিভিন্ন সংস্থা তাদের বুথফেরত সমীক্ষায় বলেছে, পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয়, বড় জয় পেতে চলেছে বিজেপি।
তবে এই বুথফেরত সমীক্ষাকে ‘ফেক’ বা ভুয়া বলে অভিহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীদের শক্ত থাকার বার্তা দিয়ে তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, ‘আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ভেগ, একেবারে ফেক।’
বিরোধীদের মনোবল ভাঙতে বিজেপির এই চিত্রনাট্য বানিয়েছে বলেও অভিযোগ মমতার।
আর বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, বুথফেরত সমীক্ষার চেয়ে ৩০টির বেশি আসনে জয় পাবে তার দল।
এবিপি আনন্দ ও সি-ভোটার তাদের সমীক্ষায় বলেছে, এবার বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে। তৃণমূল ১৩ থেকে ১৭টি এবং বাম-কংগ্রেস জোট ১ থেকে ৩টি আসন পেতে পারে।
ইন্ডিয়া টুডে ও এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩১টি আসন। তৃণমূল ১১ থেকে ১৪টি এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে শূন্য থেকে ২টি আসন।
নিউজ টুডে’জ ও চাণক্য বলেছে, বিজেপি পেতে পারে ২৪টি, তৃণমূল ১৭টি এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে ১টি আসন।
নিউজ-১৮ তাদের সমীক্ষায় বিজেপিকে ২১ থেকে ২৪টি, তৃণমূলকে ১৮ থেকে ২১টি আসন দিয়েছে। বাম ও কংগ্রেস জোটকে কোনো আসন দেয়নি।
তবে এসব সমীক্ষাকে ভুয়া অভিহিত করে মমতার প্রশ্ন, ‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে... কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভালো করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।’
তবে রাজ্যে তৃণমূল ঠিক কতগুলো আসন পাবে, তা নিয়ে অবশ্য কোনো সংখ্যা জানাননি মমতা। সেই প্রশ্নে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি কোনো নম্বরে যাব না। কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যে ভাবে মাঠে-ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনও মনে হয়নি যে, মানুষ আমাদের ভোট দেবেন না।’