Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনে ১২ কোটি বছর আগের ডাইনোসরের ৪০০ পায়ের ছাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৯:২৫ পিএম

চীনে ১২ কোটি বছর আগের ডাইনোসরের ৪০০ পায়ের ছাপ

লুফেং শহরের কংলংশান টাউনের পাহাড়ে পাওয়া গেছে পায়ের ছাপগুলো ছবি: সংগৃহীত

চীনে চার শতাধিক ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। ইউননান প্রদেশের চুসিয়ং ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারে পাওয়া ছাপগুলো প্রায় ১২ কোটি বছর আগের ক্রিটেসিয়াস যুগের বলে জানিয়েছেন চীনা প্রত্নতাত্ত্বিকরা। চীনের সংবাদমাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে।

গবেষকরা বলছেন, ছাপগুলো থেকে বোঝা যাচ্ছে যে ক্রিটেসিয়াস যুগে লুফেং এলাকায় বিভিন্ন প্রজাতির ডাইনোসরের ব্যাপক উপস্থিতি ছিল।

মে মাসের শুরুর দিকে দুই স্থানীয় গ্রামবাসী ছাপগুলো আবিষ্কার করে প্রশাসনকে জানান। লুফেং শহরের কংলংশান টাউনের পাহাড়ে পাওয়া গেছে পায়ের ছাপগুলো। জায়গাটির শিলাস্তর পরীক্ষায় দেখা গেছে ছাপগুলো প্রায় ১২ কোটি বছরের পুরোনো। কংলংশান টাউনের বাংলা করলে দাঁড়ায় ‘ডাইনোসর পর্বত’।

ডাইনোসর ফসিল প্রটেকশন ও গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াং তাও জানান, ছাপগুলোকে তারা তিন শ্রেণিতে ভাগ করেছেন। এগুলোর কিছু টি-রেক্সের, আবার কোনোটি স্টেগোসর প্রজাতির।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম