Logo
Logo
×

আন্তর্জাতিক

হুথিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১০:৪৮ পিএম

হুথিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান

গাজা যুদ্ধের মধ্যেই ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, এই মিসাইল সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য। জানা যায়, হুথিদের সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল ‘গদর’ দিয়েছে তেহরান। 

ইয়েমেন ও এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি স্বার্থের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সূত্রটি আরও জানিয়েছে, ইরান হুথিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান। 

ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের মার্কিন অফিসের মতে, এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে। 

আরব নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম