মাঝ আকাশে হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে দুই বিমান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
মাঝ আকাশে উড়ছে বিমান। হঠাৎ প্রবল ঝাঁকুনি। খসে পড়ছে উইনশিল্ড। খুলে আসছে ইমার্জেন্সি মাস্ক। আতঙ্কে দিশেহারা যাত্রীরা। এসব ঘটছে ৩৭ হাজার ফুট উচুঁতে।
রোববার ভারত মহাসাগরের ওপর লন্ডন থেকে ছেড়ে আসা এক সিঙ্গাপুর এয়ারলাইনসে এ ঘটনা ঘটে। মূলত বিমানটি পড়েছিল এয়ার টার্বুলেন্সের খপ্পরে।
এদিকে একই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে কাতার এয়ারওয়েজের আরেকটি বিমান। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতার এয়ারওয়েজের দোহা থেকে ডাবলিনগামী একটি ফ্লাইট টার্বুলেন্সের কবলে পড়েছে।
এতে ছয় ক্রুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এক্সে দেওয়া এক পোস্টে ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি টার্বুলেন্সের কবলে পড়ে। এতে ছয়জন যাত্রী এবং ছয়জন ক্রু আহত হয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর০১৭ রোববার ডাবলিন বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি ঝাঁকুনির সম্মুখীন হওয়ায় মোট ১২ জন আরোহী আহত হন। তাই বিমানটি অবতরণের পরপরই সেখানে ছুটে যান বিমানবন্দর পুলিশ এবং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগসহ জরুরি পরিষেবার সদস্যরা।