এবার সোমালি জলদস্যুদের কবলে লাইবেরিয়ার জাহাজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ মে ২০২৪, ১০:৪৩ পিএম
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর পর এবার ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ।
তবে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালিয়ে আক্রান্ত জাহাজটিকে অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজন দস্যুদের কাছ থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের ‘অপারেশন আটলান্টা’।
শুক্রবার এক বার্তায় অপারেশন আটলান্টা ‘এমভি বাসিলিস্ক’ নামের ওই জাহাজ মুক্ত হওয়ার তথ্য দিয়ে জানায়, জাহাজটির ১৭ জন ক্রু নিরাপদে আছেন।
ভারত মহাসাগর ও লোহিত সাগরে দস্যুতা প্রতিরোধে কাজ করা অপারেশন আটলান্টা তাদের শুক্রবার প্রকাশ করা বার্তায় আরও জানায়, এমভি বাসিলিস্ক বৃহস্পতিবার ভারত মহাসাগর অতিক্রম করার সময় সোমলিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৩৮০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা আক্রমণ করে।