Logo
Logo
×

আন্তর্জাতিক

শি জিনপিংকে নিয়ে চ্যাটবট বানাল চীন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১০:০৭ পিএম

শি জিনপিংকে নিয়ে চ্যাটবট বানাল চীন

সম্প্রতি এমন এক নতুন চ্যাটবট এসেছে, যা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর ভিত্তি করে তৈরি। এমনকি চীনা এ নেতার ‘ভাবনা’ ব্যবহার করে এটি প্রশিক্ষিত হয়েছে। 

এতে ‘ভাবনা’ বলতে বোঝানো হয়েছে তার বাণীকে। গবেষকরা এতে নতুন কোনো ‘মাইন্ড-রিডিং’ প্রযুক্তি ব্যবহার করেননি। 

এআই চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে চীনা কর্মকর্তারা শুধু জিনপিংয়ের কিছু বই ও গবেষণাপত্র ব্যবহার করেছেন। তার রাজনৈতিক মতাদর্শ সমন্বিতভাবে ‘শি জিনপিং থটস অন সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিকস ফর এ নিউ এরা’ বা সংক্ষেপে ‘শি জিনপিং থট’ নামে পরিচিত। 

নতুন প্রযুক্তিটি এখনো সবার জন্য চালু হয়নি। আপাতত এটি ব্যবহার হচ্ছে চীনের সাইবার নিরাপত্তা সংস্থা সিএসি’র অধীনে থাকা এক গবেষণাকেন্দ্রে। তবে ধীরে ধীরে এটি বিস্তৃত পরিসরে চালু হওয়ার সম্ভাবনা আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম