Logo
Logo
×

আন্তর্জাতিক

আমি ট্রাম্পকেই ভোট দেব: নিকি হ্যালি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৯:৫৮ পিএম

আমি ট্রাম্পকেই ভোট দেব: নিকি হ্যালি

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেবেন নিকি হ্যালি। বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন তিনি।

নিকি হ্যালি বলেন, একজন ভোটার হিসেবে আমি তাকেই প্রেসিডেন্ট হিসেবে চাই, যিনি আমাদের মিত্রদের সঙ্গে থাকবেন, সীমান্তকে সুরক্ষিত করবেন, পুঁজিবাদ ও স্বাধীনতাকে সমর্থন করবেন। যিনি বুঝতে পারবেন, আমাদের বেশি বেশি নয় বরং কম ঋণ দরকার, এমন একজনকেই প্রেসিডেন্ট দেখতে চাই।

কাকে ভোট দেবেন- এ প্রসঙ্গে নিকি হ্যালি বলেন, এসব নীতিতে ট্রাম্প নিখুঁত নন; কিন্তু জো বাইডেন বিপর্যয়কর। তাই আমি ট্রাম্পকেই ভোট দেব।

রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন ট্রাম্পের আমলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি। এজন্য সাবেক নিয়োগদাতা ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে নামতে হয়েছিল তাকে। দলীয় মনোনয়নের দৌড়ে (প্রাইমারি) ট্রাম্পের সামনে সবচেয়ে বেশি সময় ধরে টিকেও ছিলেন। অবশেষে গত মার্চে সরে দাঁড়ান তিনি। এরপর বুধবার প্রকাশ্যে মতামত দেন নিকি হ্যালি। 

নিজ দলের মধ্যে যারা ট্রাম্পকে সমর্থন করেন না, তারা নিকি হ্যালিকে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন জুগিয়েছিলেন। তবে চলতি বছরের শুরুর দিকে রিপাবলিকান প্রাইমারিগুলোয় ভালো ফল করতে ব্যর্থ হন তিনি।

ওয়াশিংটনে চিন্তক প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে রক্ষণশীলদের সামনে দেওয়া ভাষণে ট্রাম্প-বাইডেন দুজনেরই সমালোচনা করেন নিকি হ্যালি। 

নিকি বলেন, আফগানিস্তানে একটি পরাজয়ের নেতৃত্ব দিয়েছেন বাইডেন। ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে তিনি কিছুই করেননি। এমনকি সম্প্রতি ইসরাইলকে নেকড়ের মুখে ছুড়ে দিয়েছেন।

মতবিরোধ থাকার পরও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজে রিপাবলিকান প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়ে দিলেও নিজের সমর্থকদের ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানাননি সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম