Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি বাদশা কেমন আছেন, জানালেন মোহাম্মদ বিন সালমান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৭:৩৯ পিএম

সৌদি বাদশা কেমন আছেন, জানালেন মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দিয়েছেন তিনি। এ সময় তিনি বাদশাহের খোঁজখবর নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, এর আগে গত রোববার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার চিকিৎসকদের অনুরোধে উচ্চরক্তচাপ ও জয়েন্টের ব্যথার পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে পরে জানানো হয়, বাদশাহ ফয়সাল ফুসফুসের সংক্রমণ চিকিৎসার অংশ হিসাবে অ্যান্টিবায়োটিক থেরাপি নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।  

এরপর ২৪ ঘণ্টার নিয়মিত চেকআপের পর তিনি জেদ্দার কিং ফয়সাল হাসপাতাল ছেড়ে যান। এর আগে ৮৮ বছর বয়সি বাদশাহ ফয়সাল সর্বশেষ এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম