Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ‘আমরা চোখের পানি ফেলব না’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৬:৫৭ পিএম

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ‘আমরা চোখের পানি ফেলব না’

গত ১৯ মে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

সেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলি আলে-হাশেম ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি ছিলেন। 

ইরানের এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে টাইমস অব ইসরাইল তাদের প্রতিবেদন শুরু করেছে একটি বিবৃতি দিয়ে। সেখানে এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনার সঙ্গে ইসরাইলের কোনো সম্পর্ক নেই।

সেই প্রতিবেদনে ইসরাইলের বিরোধী দলের নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, ‘রাইসির মৃত্যু আমাদের কাছে কোনো বিষয় নয়। এটা ইসরাইলের মনোভাবের ওপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি-নির্ধারণ করেন সেই দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।’

তিনি আরও বলেন, ‘রাইসি একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুতে আমরা চোখের পানি ফেলব না।’

ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী এভি মাওজ বলেন, ‘এক মাস আগেও ওরা হুমকি দিয়ে বলেছিল, ইসরাইল আক্রমণ করলে তাদের রক্ষা হবে না। অথচ এখন তারা নিজেরাই ইতিহাসের ধুলোকণায় পরিণত হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম