প্র্রতীকী ছবি
ফেসবুকে ব্যস্ত আছেন হাসপাতলের নার্স। অন্যদিকে চিকিৎসার অভাবে মৃত্যু হলো এক তরুণীর। ভারতের জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। মৃতের নাম রাজা সাহা।
নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করে মৃতের পরিবারের সদস্যরা। পাশাপাশি কর্তব্যরত নার্স ও চিকিৎসককে আটকে রেখে বিক্ষোভ করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজার পরিবার সূত্রে জানিয়েছে, জলপাইগুড়ি বেড়ুবাড়ি এলাকার বাসিন্দা রাজা সাহা এসি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সোমবার রাতে নিজের ঘরে পড়ছিল রাজা। তখন তাকে একটি সাপে ছোবল দেয়।
সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে বেড না থাকায় তাকে অ্যন্টিভেনাম দেয়নি চিকিৎসকরা। এমনকি কর্তব্যরত নার্সরা নিজেদের ফোনে ফেসবুকে ব্যস্ত ছিল। তাদের বারবার বলা সত্ত্বেও তারা রাজাকে কোনও গুরুত্ব দেয়নি।
পরিবারের অভিযোগ, রাজাকে অ্যন্টিভেনাম না দেয়ায় তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তার মৃত্যুর পর চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু জন্য হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করে।