Logo
Logo
×

আন্তর্জাতিক

৯৯ বছরেও দন্ত চিকিৎসায় সফল 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৬:২১ এএম

৯৯ বছরেও দন্ত চিকিৎসায় সফল 

ফাইল ছবি

বয়স ৯৯ পেরিয়ে ১০০ বছর ছুঁই ছুঁই। এই বয়সেও পুরো কর্মক্ষম তিনি। এই দন্তচিকিৎসকের চিকিৎসায় হাসি ফুটছে অনেক মানুষের মুখে। তার নাম এতসুরো ওয়াতানাবে। বাড়ি জাপানের ইয়ামানাশি প্রদেশে (প্রিফেকচারে)। 

স্বীকৃতিও পেয়েছেন এতসুরো। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ দন্তচিকিৎসকের তকমা এখন তার দখলে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার।

সম্প্রতি গিনেসের ওয়েবসাইটে এতসুরো ও তার কাজ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, স্বীকৃতি পাওয়ার সময় এতসুরোর বয়স ছিল ৯৯ বছর ১৩৩ দিন। 

ইয়ামানাশির ওশিনো গ্রামে ১৯২৪ সালের ৩১ অক্টোবর এতসুরোর জš§। বাড়ি ছেড়ে ১৫ বছর বয়সে টোকিওতে চলে এসেছিলেন তিনি। এতসুরো মনে করেন, তার দীর্ঘজীবনের রহস্য স্বাস্থ্যকর খাবারদাবার।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম