ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিভিন্ন দেশের শোক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৪, ০৫:২২ পিএম
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান।
এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের ধর্মীয় নেতা খামেনির প্রতিনিধি ও তাবরিজের ইমাম সৈয়েদ মোহাম্মদ আল হাশেম ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি।
সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই।
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন- ‘তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। এ শোকের সময়ে ভারত ইরানের পাশে আছে।’
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া সুদানিও শোক প্রকাশ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, রাইসির মৃত্যুতে ‘অনেক বড় ক্ষতি’ হলো। পাকিস্তানে একদিনের শোক ঘোষণার কথাও জানিয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, এ সময়ে ইরানের পাশে আছে তার দেশ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো রাইসির প্রশংসা করে বলেছেন, তিনি ছিলেন একজন অকৃত্রিম বন্ধু এবং অসাধারণ নেতা।
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ নেতার প্রতিনিধির মৃত্যুতে শোক প্রকাশ করে বলছে- ‘ভ্রাতৃপ্রতিম দেশটির জন্য দুঃখের এ ঘটনায় আমরা মর্মাহত।’