তাইওয়ানকে সামরিক ও রাজনৈতিক হুমকি দেওয়া বন্ধ করুন: লাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:৩৮ পিএম
তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, তাইওয়ান একমাত্র শান্তির পথ অনুসরণ করতে চায়। তাই চীনের উচিত তাইওয়ানের জনগণের ইচ্ছাকে সম্মান করা। তাইওয়ানকে সামরিক ও রাজনৈতিক হুমকি দেওয়া বন্ধ করুন।
সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর প্রেসিডেন্টের দেওয়া প্রথম বক্তব্যে বেইজিংয়ের প্রতি তিনি এ আহ্বান জানান। এ সময় তাইওয়ানের গণতন্ত্রকে মেনে নিতে বলেন প্রেসিডেন্ট লাই চিং-তে। খবর বিবিসির।
প্রেসিডেন্ট লাই বলেন, তাইওয়ান কখনই চীনের হুমকির মুখে আর পিছু হটবে না। যদিও চীন এই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করছে।
চীন লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে দেখে। চীনের এই মনোভাব সম্প্রতি বছরগুলোতে তাইওয়ানের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে। বেশ কয়েক বছর ধরে তাইওয়ানের পানি ও আকাশসীমায় চীনা সামরিক অনুপ্রবেশ নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে, যা ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এ ক্ষেত্রে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে তাইওয়ানকে কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে করেন প্রেসিডেন্ট লাই।