Logo
Logo
×

আন্তর্জাতিক

সরকারি কাজে সামান্যতম বিচ্যুতি হবে না: ইরানের মন্ত্রিসভা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:২৮ পিএম

সরকারি কাজে সামান্যতম বিচ্যুতি হবে না: ইরানের মন্ত্রিসভা

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ সব আরোহী নিহত হওয়ার পর ইরান সরকার জানিয়েছে, দেশের সরকারি কাজে সামান্যতম বিচ্যুতি হবে না। রাইসি ক্লান্তিহীনভাবে যেভাবে দেশ পরিচালনা করতেন, সেভাবেই তারা এগিয়ে যাবেন। এতে সামান্যতম বিচ্যুতি হবে না।

সোমবার মন্ত্রিপরিষদ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারি বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না। বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা সোমবার সকালে নিশ্চিত করেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রাইসিসহ সব আরোহী নিহত হওয়ার খবর জানানো হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম