Logo
Logo
×

আন্তর্জাতিক

তাতার নির্বাসনের ৮০তম বার্ষিকীতে যা বললেন এরদোগান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১০:২৭ এএম

তাতার নির্বাসনের ৮০তম বার্ষিকীতে যা বললেন এরদোগান

ক্রিমিয়ার তাতারদের নির্বাসনের ৮০তম বার্ষিকীতে দুঃখ প্রকাশ করে বাস্তুচ্যুত সম্প্রদায়ের জন্য তুরস্কের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

এরদোগান বলেন, আমরা এই মর্মান্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখের সঙ্গে স্মরণ করছি, যা আমাদের ক্রিমিয়ান তাতার ভাইবোনদের তাদের স্বদেশ থেকে নির্বাসিত করেছে। এর ফলে তাদের চরম দুঃখকষ্টের সৃষ্টি হয়েছিল, যা এখনো আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। আল্লাহ আমাদের স্বদেশী ভাইবোনদের প্রতি করুণা দান করুন, যারা তাদের জীবন হারিয়েছেন। 

এরদোগান জোর দিয়ে বলেন, ক্রিমিয়া থেকে যারা নির্বাসিত হয়েছেন এবং যারা সেখানে রয়ে গেছেন, তাদের উভয়েরই অধিকার রক্ষায় তুরস্কের প্রতিশ্রুতি অটল থাকবে। 

তার বিবৃতিতে তিনি সব ধরনের পরিস্থিতিতে ক্রিমিয়ান তাতার সম্প্রদায়কে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসক জোসেফ স্ট্যালিনের নির্দেশে মাত্র ৩০ মিনিটের নোটিশে বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে রাশিয়ার বিস্তীর্ণ পর্বতমালা, সাইবেরিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোতে পাড়ি দেন শিশুসহ প্রায় দুই লাখ তাতার নারী ও পুরুষ। এদের প্রায় অর্ধেকই পথে বা গন্তব্যস্থানে পৌঁছার পরপরই মারা যান। 

ওই বছরের এপ্রিলে জার্মানির যুদ্ধবাজ নাৎসি নেতা অ্যাডলফ হিটলার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত উপদ্বীপ ক্রিমিয়া দখল করে। তাতারদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অভিযোগ ছিল, দখলে থাকার সময় জার্মানির নাৎসি শাসকগোষ্ঠীদের বড় ধরনের সহযোগিতা করে তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম