গাজায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলা
লেবাননে ইসরাইলি হামলায় এক হামাস নেতাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের একটি লক্ষ্যবস্তুতে সর্বশেষ এ হামলা চালায় ইসরাইল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে আল জাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিরিয়া ও লেবানন সীমান্তের কাছে একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে হামাস নেতা শারহাবিল আল-সাইদ নিহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী আল-সাইদকে লেবাননের একজন শীর্ষ আল-জামা আল-ইসলামিয়া অপারেটিভ হিসেবে চিহ্নিত করেছে, যারা হামাসের সাথে সহযোগিতা করে থাকে। আল-সাইদ লেবাননের ভূখণ্ড থেকে অনেক হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। প্রায় ৮ মাস ধরে চলমান হামলায় পুরো গাজা ধ্বংস্তূপে পরিণত হয়েছে। জল, স্থল ও আকাশ পথে হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ।