Logo
Logo
×

আন্তর্জাতিক

‘সৎ মানুষের কোনো ভয় থাকে না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৮:৪৩ পিএম

‘সৎ মানুষের কোনো ভয় থাকে না’

অভিনয় থেকে প্রথমবার রাজনীতির মাঠে বলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। লোকসভা নির্বাচনে নেমে এই অভিনেতা বলেন, ‘সৎ মানুষের কোনো ভয় থাকে না।’

ভারতে চতুর্থ দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। পঞ্চম দফার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এই আবহে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেবের সহকারী রামপদ মান্নার বিরুদ্ধে বড় অভিযোগ উঠল। এই রামপদ মান্না চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

তবে এ অভিযোগের কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ মেলেনি। তাই এবার এমন অভিযোগ ওঠার পরও কার্যত রামপদ মান্নার পাশেই দাঁড়ালেন দেব ওরফে দীপক অধিকারী। তৃণমূল কংগ্রেস প্রার্থীর এ বিষয়ে পরিষ্কার কথা- প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি রামপদ মান্নার সঙ্গেই আছেন এবং থাকবেন।

দেব বলেন, ‘‌যারা আমার সঙ্গে নির্বাচনে লড়ছেন, আমার পাশে আছেন, তাদের আক্রমণ করার চেষ্টা করছে বিরোধী দল। আমার মনে হয় তাতে কোনো লাভ হবে না। সৎ মানুষের কোনো ভয় থাকে না। যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে টাকা নিয়েছে, ততক্ষণ আমি রামের সঙ্গে আছি। এটা বিরোধী দলের চক্রান্ত। ওরা যে কোনোভাবে জিততে চায়। ওরা এসব যত করবে আমাদের জনপ্রিয়তা তত বাড়বে।’

দেব আরও বলেন, ‘‌অস্বস্তি কোথায়? প্রমাণ কোথায় হয়েছে? সৎ মানুষ অস্বস্তিতে ভোগে না। যার অসৎ তারা যখন কিছু পায় না, তখন তারা অস্বস্তিতে ভোগে। আমার মনে হয় বিরোধী দলের প্রার্থী অস্বস্তিতে ভুগছেন।’

বিরোধী দলের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, ‘‌ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে শুরু করে নানা জায়গায় একটা চক্র কাজ করছে। চাকরি দেওয়ার নাম করে গরিব মানুষের টাকা লুটপাট করা হচ্ছে। আমরা অডিও ক্লিপে শঙ্কর দলুইয়ের বক্তব্য পেয়েছিলাম। এই সংসদ সদস্য ৩০ শতাংশ কাটমানি নিয়েছেন। এই সাংসদের পিএ রামপদ মান্নার বক্তব্য পেয়েছিলাম। যেখানে তিনি একজনের কাছ থেকে টাকা চাইছেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম