Logo
Logo
×

আন্তর্জাতিক

মানুষের শরীরে নিষিদ্ধ প্রাণীর কিডনি বসানোয় যা হলো...

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৭:৩৪ পিএম

মানুষের শরীরে নিষিদ্ধ প্রাণীর কিডনি বসানোয় যা হলো...

কিডনি নষ্ট হয়ে গেলে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। কিডনি খারাপ হয়ে গেলে ডায়ালেসিসের মাধ্যমে রোগীকে সুস্থ করানোর চেষ্টা করা হয়। অবস্থা আরও গুরুতর হলে করা হয় কিডনি প্রতিস্থাপন। 

তবে কিডনি প্রতিস্থাপন করার ক্ষেত্রে অন্য ব্যক্তির সঙ্গে রোগীর শরীরের বেশ কিছু মিল থাকা প্রয়োজন, না হলে কিডনি প্রতিস্থাপন করা যায় না।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির শরীরে শুকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। তার নাম রিচার্ড রিক স্লায়মান। দুই মাস আগে তার শরীরে করা হয়েছিল শুকরের কিডনি প্রতিস্থাপন। 

চিকিৎসকরা বলেছিলেন, মানুষের শরীরে শুকরের কিডনি প্রতিস্থাপন করা হলে সেই মানুষ অন্ততপক্ষে দুই বছর বেঁচে থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত রিচার্ডের মৃত্যু হল মাত্র দুই মাসের মধ্যেই।

রিচার্ডের মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল। রোববার এ তথ্যটি জানিয়েছেন তারা। মৃত্যুর সময় ওই ব্যক্তির বয়স ছিল ৬২ বছর। তিনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। সঙ্গে ছিল কিডনির সমস্যা।

গত ১৬ মার্চ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপনের অস্ত্র প্রচার করা হয়। তারপরই শারীরিক সমস্যা থাকার জন্য মৃত্যু হয় তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম