Logo
Logo
×

আন্তর্জাতিক

বানর বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল উত্তরপ্রদেশের তিন ব্যাংক কর্মকর্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৫:৪৪ পিএম

বানর বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল উত্তরপ্রদেশের তিন ব্যাংক কর্মকর্তার

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আলিগর ন্যাশনাল হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার মোরাদাবাদের ডোমঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিন ব্যাংক কর্মকর্তা হলেন, এক্সিস ব্যাংক ম্যানেজার সৌরভ শ্রীবাস্তব, ক্যাশিয়ার দিব্যাংশু এবং অমিত। তারা একই ব্যাংকে চাকরি করতেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকারদের বহনকারী গাড়ির সঙ্গে একটি দ্রুতগতির ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত অবস্থায় অমিতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, ওই তিন ব্যাংক কর্মকর্তা গাড়ি চালানোর সময় হঠাৎ রাস্তার মাঝে একটি বানর চলে আসে, বানরটিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তারা। 

দুর্ঘটনার পর পরই পথচারীরা পুলিশকে খবর দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম