হাজার হাজার ইনজেকশনের যন্ত্রণার পর আনন্দের কান্না
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৪:২৫ পিএম
বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও প্রণব-শীতল দম্পতির কোনো সন্তান হয়নি। যার জেরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন তারা। এই তিন বছরে, সন্তান নেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি চেষ্টা করেছিলেন যেমন হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং কিছু অ্যালোপ্যাথিক প্রতিকার। কিন্তু কোনো ফল হয়নি।
২০১২ সালে, এই দম্পতি আইভিএফ চিকিত্সা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাদের যাত্রা ছিল দীর্ঘ ও কঠিন।
প্রণব ঠাকুর কাশ্মীরের জামনগর শহরের বাসিন্দা এবং শীতল জামখাম্বালিয়া শহরের বাসিন্দা। ২০০৬ সালে বিয়ে করেন দু'জনে। ছয় বছরের অপেক্ষা, হাজার হাজার ইনজেকশনের যন্ত্রণা এবং তাদের প্রার্থনা অবশেষে পূর্ণতা পায়। শীতল ১৫ আগস্ট রাত সাড়ে ১২টায় একটি বাচ্চা মেয়ের জন্ম দেন।
যখন আমি প্রথমবারের মতো আমার বাচ্চাকে কোলে নিলাম, তখন আমি গত ছয় বছর ধরে যে ব্যথা এবং হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলাম তা ভুলে গিয়েছিলাম। মেয়েটাকে দেখে আমার চোখে পানি চলে এলো।
কথাগুলো বলছেন ৩৬ বছর বয়সী শীতল ঠাকুর। যার ১০টি গর্ভপাত হয়েছে। অবশেষে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
বছরের পর বছর হতাশার পর শীতল ইন ভিট্রো ফার্টিলাইজেশন ট্রিটমেন্ট (আইভিএফ) দিয়ে গর্ভবতী হন শীতল ঠাকুর। সাধারণত, একজন নারীর গর্ভবতী হওয়ার জন্য দুই বা চারটি আইভিএফ চিকিত্সা যথেষ্ট, তবে শীতলকে ২৫ বার এই চিকিত্সা করতে হয়েছিল।
শীতল বিশ্বাস করেন যে তার মেয়ে তার জন্য ‘সৌভাগ্য’। শিশুটির জন্মের পরপরই তিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে চাকরি পান। তবে প্রতিটি পরিস্থিতিতে সবসময় পাশে দাঁড়ানোর জন্য শীতল তার স্বামীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
শীতল জানিয়েছেন, পরিবার তার পুরো যত্ন নিয়েছিল যার কারণে চিকিৎসা সফল হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, শীতলের ধৈর্য, ধৈর্য এবং দৃঢ় সংকল্প তাকে চিকিৎসায় সহায়তা করেছে।
শীতল কোনো শিশুকে দত্তক নেওয়া বা সারোগেসির মাধ্যমে জন্ম দেওয়ার মতো অন্য বিকল্পও বেছে নিতে পারতেন। তবে তিনি ব্যথা সহ্য করেছিলেন এবং নিজেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিবিসি উর্দূ