
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০১:২৯ পিএম
ড্রেসডেন শান্তি পুরস্কার পেলেন নাভালনি

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৪, ১০:২৬ পিএম

আরও পড়ুন
ডেসড্রেন শান্তি পুরস্কার পেলেন পুতিনবিরোধী কট্টর সমালোচক প্রয়াত অ্যালেক্সি নাভালনি। গণতন্ত্রপন্থি কাজের জন্য মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন তিনি
রোববার তার স্ত্রী ইউলিয়া নাভালয়া এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারটি গ্রহণ করার সময় ইউলিয়া স্বামী নাভালনিকে স্মরণ করেন এবং এ সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ড্রেসডেন স্টেট থিয়েটার এনসেম্বলের ‘অ্যালেক্সি নাভালনির বক্তৃতা’ শোনানো হয়। পাশাপাশি পুরস্কারের সঙ্গে ১০ হাজার ইউরো প্রদান করা হয়।
বিজয়ী সম্পর্কে আয়োজকরা বলেন, ‘বিরোধী রাজনীতিবিদ হিসাবে সব মানবাধিকার রক্ষকদের জন্য একটি সাহসী উদাহরণ ছিলেন তিনি’।