Logo
Logo
×

আন্তর্জাতিক

৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৯:৪৩ পিএম

৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

এক মাস ইরানে বন্দি থাকার পরে অবশেষে মুক্তি পেলেন পাঁচ ভারতীয় নাবিক। জানা গেছে, বৃহস্পতিবারই ইরান থেকে ভারতের দিকে রওনা দিয়েছেন তারা। 

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইসরাইল-ইরান সংঘাতের আবহে ১৭ ভারতীয় নাবিককে আটক করেছিল তেহরান। তার পরে নাবিকদের উদ্ধার বিষয়টিকে ভারতের বড়সড় কূটনৈতিক সাফল্য বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। 

১৩ এপ্রিল হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইসরাইলি জাহাজকে আটক করে ইরানের বিশেষ বাহিনী ‘রেভোলিউশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’। ওই জাহাজের ২৫ জন নাবিকের মধ্যে ১৭ জনই ভারতীয়। তারা ইরানের বিশেষ বাহিনীর হাতে ‘বন্দি’ হন। 

তবে ভারতীয় নাবিকদের আটকে পড়ার খবর পেয়েই তাদের উদ্ধার করতে সচেষ্ট হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আলাপ আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরও। এনডিটিভি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম