ছবি: সংগৃহীত
দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে ঘরের বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে সব বয়সি মানুষের জন্য।
এমন পরিস্থিতিতে পথচারিদের আরাম দিতে অভিনব এক উপায় বের করেছে দক্ষিণ ভারতের পুদুচেরি শহর কর্তৃপক্ষ। সেখানে ব্যস্ত সড়কের ট্রাফিক সিগন্যালগুলোতে টানিয়ে দেওয়া হয়েছে সবুজ রঙের শামিয়ানা।
আরও পড়ুন: ফের বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু
ফলে যানবাহনের আরোহীদের প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। তারা সিগন্যাল ছাড়ার অপেক্ষা করছেন সবুজ ছায়ার নিচে। এই অভিনব উদ্যোগের ভিডিও ভাইরাল হয়েছে।