Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাফিক লাইট সিগন্যাল না মানলে যে পরিণতি হতে পারে (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১১:১১ পিএম

ট্রাফিক লাইট সিগন্যাল না মানলে যে পরিণতি হতে পারে (ভিডিও)

সড়কে গাড়ি চালানোর সময় লাল বাতির সিগন্যাল না মানলে কী পরিণতি হতে পারে এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায়  একটি ভিডিও শেয়ার করেছে আবুধাবি পুলিশ। এতে দেখানো হয়েছে, সিগন্যাল লঙ্ঘনের ফলে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে। খবর গালফ নিউজের

ওই ভিডিওতে দুটি দুর্ঘটনার চিত্র দেখানো হয়েছে। ৪৯ সেকেন্ডের ক্লিপটি পুলিশের সোশ্যাল মিডিয়া চ্যানেলে পোস্ট করা হয়েছে। চলমান আরব ট্রাফিক সপ্তাহের অংশ হিসেবে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহযোগিতায় আবুধাবি পুলিশ এটি প্রকাশ করেছে।

মূলত গাড়ি চালকদের সুরক্ষা সচেতনতা বাড়াতে সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এতে আবুধাবি পুলিশের ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি পেট্রোল ডিরেক্টরেট চালকদেরকে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে বলেছেন। কারণ এতে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে। 

এতে আরো বলা হয়েছে, লাল বাতির সিগন্যাল অতিক্রম করলে এক হাজার দিরহাম জরিমানা। আর বেপরোয়া চালকদের তাদের গাড়ি পুলিশের কাছ থেকে মুক্তি পেতে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা দিতে হবে।

জরিমানা পরিশোধ না করলে এবং তিন মাসের মধ্যে বাজেয়াপ্ত গাড়ি দাবি না করলে গাড়ি নিলামে তোলা হয়।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম