ইসরাইলি কারাগারে মারা গেলেন ফিলিস্তিনি চিকিৎসক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৪, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
চার মাসেরও বেশি সময় আটক থাকার পর ইসরাইলি কারাগারে ফিলিস্তিনের সিনিয়র চিকিৎসক মারা গেছেন।
বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। তার মৃত্যুর জন্য ইসরাইলকে দায়ী করেছে ফিলিস্তিন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল শিফা হাসপাতালের অর্থোপেডিকসের প্রধান আদনান আল-বুরশকে উত্তর গাজার আল-আওয়াদা হাসপাতালে অস্থায়ীভাবে কাজ করার সময় ইসরাইলি বাহিনী আটক করেছিল।
বিবৃতিতে আরও বলা হয়, অর্থোপেডিকসের প্রধান মৃত্যুকে একটি হত্যা বলে অভিহিত করেছে। তার লাশ এখনো ইসরাইলি হেফাজতে রয়েছে।
এ বিষয়ে এক ইসরাইলি সামরিক মুখপাত্র বলেন, জেল পরিষেবা ১৯ এপ্রিল বুরশকে মৃত ঘোষণা করে। জাতীয় নিরাপত্তার কারণে তাকে ওফার কারাগারে আটক করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে মুখপাত্র তেমন কিছু জানাননি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুরশের মৃত্যু ৭ অক্টোবর থেকে ইসরাইলের হাতে নিহত চিকিৎসা খাতের কর্মীদের সংখ্যা দাঁড়াল ৪৯৬ জন। এ ছাড়া আরও এক হাজার ৫০০ জন আহত হয়েছেন এবং ৩০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।