Logo
Logo
×

আন্তর্জাতিক

আইসিসির পরোয়ানা হবে ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি: নেতানিয়াহু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০১:২১ পিএম

আইসিসির পরোয়ানা হবে ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি: নেতানিয়াহু

মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু (ডান থেকে দ্বিতীয়)

গাজায় যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে- এমন শঙ্কার মধ্যে আগেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে তারা আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) কমান্ডার ও রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করবে। এই আশঙ্কা বাস্তবে পরিণত হলে, তা হবে একটি ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে তার দেশের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, তাহলে এই ঘটনা হবে একটি ঐতিহাসিক কেলেঙ্কারি।

তিনি বলেন, আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই, হেগ বা অন্য কোথাও নেওয়া কোনো সিদ্ধান্তই যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে আমাদের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের লক্ষ্য হলো- সমস্ত ইসরাইলি জিম্মিদের মুক্তি, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় এবং গাজা আর কখনো ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না তা নিশ্চিত করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম