Logo
Logo
×

আন্তর্জাতিক

স্ত্রীর সম্পদে স্বামীর অধিকার নেই, ভারতীয় সুপ্রিমকোর্ট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম

স্ত্রীর সম্পদে স্বামীর অধিকার নেই, ভারতীয় সুপ্রিমকোর্ট

স্ত্রীর সম্পদে স্বামীর কোনো অধিকার নেই। স্ত্রীর সম্পদ সম্পর্কিত এক মামলায় এমন রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট।

এক ব্যক্তিকে তার স্ত্রীর হারানো গহনার জন্য ২৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই মামলায় স্ত্রীর অভিযোগ ছিল তার বাড়ি থেকে বিয়েতে মূল্যবান স্বর্ণের জিনিসপত্র উপহার দিয়েছিল। পাশাপাশি স্বামীকে শ্বশুরবাড়ি থেকে ২ লাখ টাকার চেক দেওয়া হয়।

কিন্তু বিয়ের রাতে স্ত্রীর সব গহনা নিজের অধীনে নিয়ে নেন স্বামী। শুধু তাই নয়, শাশুড়ির গহনাও নিয়ে নেন জামাই। কারণ হিসেবে জামাই জানান, তার মায়ের কিছু ঋণ পরিশোধ করার জন্য এমনটি করেছেন। 

ওই নারী তার স্বামীর কাছ থেকে হারানো সম্পত্তি ফিরে পেতে মামলা করেন। সেই মামলায় হাইকোট রায় দিয়েছেন স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোনো অধিকার নেই। 

বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চে সাফ জানিয়ে দেয় স্ত্রীর সম্পত্তি যৌথ সম্পত্তি নয়। স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোনো অধিকার নেই। 

কোর্ট বলেছেন, ‘স্ত্রীর সম্পত্তির ওপর স্বামীর কোনো অধিকার নেই। দাম্পত্য জীবনে আর্থিক সংকট হলে স্ত্রীর কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে, তবে তা পরিশোধ করতে হবে।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম