Logo
Logo
×

আন্তর্জাতিক

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত কেনিয়া, মৃত্যু ৭০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পিএম

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত কেনিয়া, মৃত্যু ৭০

অতিরিক্ত বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। গত মার্চের মধ্যভাগের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে অতি বৃষ্টি-বন্যায় অন্তত ৭০ জনের প্রাণ গেছে। দেশটির সরকারের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।

কেনিয়াসহ পূর্ব আফ্রিকার দেশগুলো চরম প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। বিশেষজ্ঞরা এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দোষ দিচ্ছেন। আলজাজিরা।

শুক্রবার এক এক্স বার্তায় কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মাউরা বলেন, বৃষ্টি-বন্যায় নিহতের সংখ্যা ৭০ ছুঁয়েছে। চলতি সপ্তাহে রাজধানী নাইরোবিতে টানা বৃষ্টিতে ৩২ জনের প্রাণ গেছে। এছাড়া দেশটির রিফট ভ্যালি অঞ্চলে আরও ১৫ জনের প্রাণ গেছে।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে শুক্রবার কেনিয়ার দুর্যোগ প্রতিক্রিয়া কমিটি বৈঠক করেছে। সরকারি প্রতিবেদনের তথ্য বলছে, কেনিয়ায় বন্যার কারণে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ২২ জন আহত হয়েছে এবং আরও ৮ জন নিখোঁজ রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম