বিগত কয়েক সপ্তাহ ধরেই তানজানিয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এল নিনোর প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে। বিচ্ছিন্ন ঘটনায় এখন পর্যন্ত ১৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২৩৬ জন। দেশটির প্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। আলজাজিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পার্লামেন্টে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বলেন যে, ‘এল নিনো জলবায়ুর ধরন’ চলমান বর্ষা মৌসুমকে আরও ভয়াবহ করে তুলেছে। যার ফলে বন্যা ও ভূমিধস হচ্ছে।
এ সময় পূর্ব আফ্রিকাজুড়ে তীব্র বর্ষণ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। মাজালিওয়া বলেন, ‘এল নিনোর কারণে প্রবল বৃষ্টি, সঙ্গে প্রচণ্ড বাতাস, বন্যা এবং ভূমিধস দেশের বিভিন্ন শহরে আঘাত হেনেছে।’
বন্যায় দুই লাখেরও বেশি মানুষ এবং ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে বন্যাকবলিত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বন্যাকবলিত মানুষদের উদ্ধার করছে।