ভোটারদের আকৃষ্ট করতে বিয়ার সেবাসহ যেসব কৌশল নিয়েছে বেঙ্গালুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম
ভারতে সাত দফায় অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ অনুষ্ঠিত হচ্ছে। দেশটির কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুর বাসিন্দাদের ভোট দেওয়া নিয়ে উৎসাহ কম দেখা যায়। কম ভোটার উপস্থিতির কারণে বেঙ্গালুরুর নাম প্রায়ই সংবাদের শিরোনামে আসে। এবার লোকসভা নির্বাচনে বেঙ্গালুরুর ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।
জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য হোটেল, ট্যাক্সি পরিষেবা সংস্থা এবং বিভিন্ন কোম্পানি প্রণোদনা ঘোষণা করেছে। এর মধ্যে আছে বিনামূল্যে বিয়ার সরবরাহ, মূল্য ছাড়ে ক্যাবে চড়ার সুবিধা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ।
কিছু কিছু খাবারের দোকান থেকে খাবার সংগ্রহের জন্য ভোটারদের আঙুলে অমোচনীয় কালি দেখাতে হচ্ছে। অর্থাৎ তারা যে ভোট দিয়েছেন, সেই প্রমাণ দেখাতে হচ্ছে।
বুধবার বিনামূল্যে ও ছাড়কৃত মূল্যে খাবার দেওয়ার জন্য হোটেল পরিচালনাসংক্রান্ত একটি অ্যাসোসিয়েশন অনুমতি দেন কর্নাটক হাইকোর্ট। তবে এতে নির্বাচন-সংক্রান্ত নির্দেশনাগুলোর লঙ্ঘন যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
বেঙ্গালুরুর মিরর সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি সি রাও বলেন, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ ভোটারদের ব্যক্তিগত ফোনকলের ভিত্তিতে তাদের বিভিন্ন জিনিস সরবরাহ করবে।
তিনি বলেন, ‘এসব স্থানের মধ্যে কয়েকটিতে বিনামূল্যে কফি, দোসা ও শরীরের গরম কমাতে ফলের জুস সরবরাহ করা হবে। কিছু আউটলেট খাবারে ছাড় দেবে বা অন্য কোনো অফার দেবে।’
২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সাউথ নির্বাচনি আসনটি কম ভোটার উপস্থিতির দিক থেকে রেকর্ড করেছে। সেবার সেখানে ৫৩ দশমিক ৭ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন, যা কর্নাটক রাজ্যে এ পর্যন্ত সবচেয়ে কম ভোটার উপস্থিতি।
গোটা রাজ্যে ভোটার উপস্থিতির তুলনায়ও বেঙ্গালুরু সেন্ট্রাল এবং বেঙ্গালুরু নর্থে ভোটার উপস্থিতি কম ছিল। ওই বছর গোটা রাজ্যে ভোটার উপস্থিতি ছিল ৬৮ শতাংশ। আর বেঙ্গালুরু সেন্ট্রালে ভোটার উপস্থিতি ৫৪ দশমিক ৩ শতাংশ এবং বেঙ্গালুরু নর্থে ভোটার উপস্থিতি ৫৪ দশমিক ৭ শতাংশ ছিল।
বেশিরভাগ কোম্পানি গত সপ্তাহে স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে শুরু করেছিল। তবে বুধবার আদালতের আদেশের পর তারা আনুষ্ঠানিকভাবে অফার ঘোষণা করতে থাকে।
জনপ্রিয় বিনোদন পার্ক ওয়ান্ডারলা কর্তৃপক্ষ ভোটারদের ছাড়ে টিকিট দিচ্ছে। শহরের ডেক অব ব্রুস পাব কর্তৃপক্ষ ভোট দিয়ে আসা প্রথম ৫০ জন গ্রাহককে বিনামূল্যে বিয়ার দিচ্ছে।
রাইডশেয়ারিং অ্যাপ ব্লু-স্মার্ট ভোটকেন্দ্রের ৩০ কিলোমিটারের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের জন্য ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। অন্যদিকে ট্যাক্সি পরিচালকদের সংগঠন র্যাপিডো প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক ভোটারদের বিনামূল্যে ট্যাক্সিতে চড়ার সুযোগ দিচ্ছে।
ভোটারদের উদ্বুদ্ধ করতে মি. ফিলিস রেস্তোরাঁ কর্তৃপক্ষ ভোট দিয়ে আসা প্রথম ১০০ গ্রাহককে নৈশভোজে বার্গার ও মিল্ক শেকে ৩০ শতাংশ মূল্য ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।