জিম্মি ইসরাইলি-মার্কিন যুবকের ভিডিও প্রকাশ করল হামাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
জিম্মি থাকা ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন তরুণ হার্শ গোল্ডবার্গ-পোলিনের একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
বুধবার হামাসের একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে ওই ভিডিওটি প্রকাশিত হয়। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ২৩ বছর বয়সি গোল্ডবার্গ-পোলিনকে নোভা সংগীত উৎসব থেকে ধরে এনেছিলেন হামাসযোদ্ধারা। ওই দিন ইসরাইলে ঢুকে ১২শর বেশি মানুষকে হত্যা এবং দুই শতাধিক মানুষকে ধরে এনে জিম্মি করেছিল হামাস।
আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি
ওই ভিডিওতে গোল্ডবার্গকে বলতে শোনা যায়, আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলাম। তবে এর পরিবর্তে আমি আমার সারা শরীরে গুরুতর আঘাত দেখেছি। সেই সঙ্গে জীবনের সঙ্গে লড়াই করতে দেখেছি।
ইসরাইল বলছে, গত অক্টোবরে হামাসের হাতে অপহৃত ২৫০ জনের মধ্যে এখনো ১২৯ জন গাজায় রয়ে গেছে। এদের মধ্যে ৩৪ জন মারা গেছে বলে ধারণা করছে ইসরাইলের সামরিক বাহিনী।