ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ, নিষেধ করায় দুর্ব্যবহার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১০:০০ পিএম
টাকা খরচ করে টিকিট না কেটে অন্যের রিজার্ভ করা সিটে বসেই দুর্ব্যবহার করছেন এক নারী- এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়- একজন টিকিটবিহীন নারী সংরক্ষিত সিটে বসে থাকা অন্য যাত্রীদের সঙ্গে তর্ক করছেন। শুরুতে ভদ্রমহিলা স্বীকার করেছিলেন যে আসনটি তার নয়। তারপর যে যাত্রী সেই আসনটি বুক করেছিলেন তিনি তাকে আসনটি খালি করতে বলেন, কিন্তু তা না করে সেই যাত্রীকে পাল্টা জবাব দিয়ে বলেন, ‘তুমি টিটিইকে কল করো। সে এলে কথা বলি।’
এ সময় অন্য আসনের যাত্রীরাও তাকে আসন ছেড়ে দিতে বললেন, সেই নারী তর্কে জড়ান। ওই নারীর অবস্থা দেখে অন্য যাত্রীরা রেগে যান। তখন ওই নারী বলেন, আমি কারও কথা শুনব না। আমি বসে আছি। তুমি কথা বলতে থাকো। করো কমপ্লেন করো, আমি পাত্তা দিই না। এছাড়াও ওই নারী বলতে শুরু করেন যে- তিনি একজন রেলের কর্মচারী এবং টিটিই না আসা পর্যন্ত এখান থেকে উঠবেন না।
ভারতের ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ওই নারীর এমন বাজে আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।
একজন লিখেছেন- ‘আমি বাজি ধরে বলতে পারি যে তিনি এটি প্রথমবার করেননি।’
অন্য একজন লিখেছেন, ‘সংরক্ষিত আসনগুলো আজকাল রসিকতায় পরিণত হয়েছে।’
The lady is occupying a reserved seat without a ticket.
— ShoneeKapoor (@ShoneeKapoor) April 19, 2024
Refused to get up, arguing with everybody around.
Best usage of #women-card. pic.twitter.com/0dbxo9oVzS