Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে ইসরাইলি হামলার ছবি প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম

ইরানে ইসরাইলি হামলার ছবি প্রকাশ

ইরানের ইসফাহানের একটি বিমানঘাঁটিতে শুক্রবার হামলা চালিয়েছে ইসরাইল। যদিও তেহরানের দাবি, এ হামলা ইসরাইল সরাসরি করেনি। এ হামলায় সম্ভাব্য যেখানে হয়েছে, ওই স্থানের দুটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বিবিসি। 

বিবিসি ভেরিফাই দুটি দৃশ্য বিশ্লেষণ করেছে। তাতে বিবিসির দাবি, হামলায় ইসফাহানের ওই বিমানঘাঁটির একটি প্রতিরক্ষাব্যবস্থার কিয়দাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার–ব্যবস্থা লক্ষ্য করে ইসরাইল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। আর ইসরাইল বলছে, ইরানে থাকা ইসরাইলের লোকাল এজেন্টের সহায়তায় ইরানের অভ্যন্তর থেকেই এ হামলা হয়েছে। 

ইসফাহানে ইসরাইলি হামলার পর লক্ষ্যস্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নানা রকমের অনুমান শুরু হয়। তবে ইরান বলেছে, ড্রোনের সমন্বয়ে চালানো ওই হামলা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তাতে ইরানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

অবশ্য হামলার পর এখনো ইসফাহান পারমাণবিক স্থাপনা থেকে কোনো ছবি পাওয়া যায়নি। আর জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি।

এর আগে এ মাসের শুরুতে সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ কয়েকজন নিহত হন। জবাবে ১৩ এপ্রিল ইসরাইলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম