Logo
Logo
×

আন্তর্জাতিক

জাপানে ২ হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, নিখোঁজ ৭ ক্রু 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১২:২০ পিএম

জাপানে ২ হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, নিখোঁজ ৭ ক্রু 

ফাইল ছবি

জাপানে সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) দুটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এর ফলে হেকিকপ্টারে থাকা আটজন ক্রু সদস্যের একজন নিহত হয়েছেন। বাকি সাতজন এখনো নিখোঁজ রয়েছেন। 

শনিবার প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের। 

মধ্য জাপানের দক্ষিণ উপকূলে প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে সাবমেরিন বিরোধী মহড়া চালাচ্ছিল ওই দুই এসএসইচ-৬০ টহল হেলিকপ্টার। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে এবং কিয়োডো জানিয়েছে, নিখোঁজ ক্রুদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।

তাদের প্রতিবেদন অনুসারে, উভয় ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিহারা মিনোরু রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্ভবত দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে, জাপানে মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম