Logo
Logo
×

আন্তর্জাতিক

ন্যাটোর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চান জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১১:১৯ এএম

ন্যাটোর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চান জেলেনস্কি

ন্যাটোর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চান জেলেনস্কি

রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এই মুহূর্তে ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির  প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, ইউক্রেন ও ন্যাটো পরস্পরের মিত্র কি না এই ইস্যুই তা নির্ধারণ করে দেবে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বলেন, ‘ন্যাটো দেশগুলো বিপর্যস্ত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ইচ্ছুক কি না তার ওপর বিচার করে প্রকৃত মিত্র কে, তা নির্ধারণ করা হবে৷'

জেলেনস্কি পশ্চিমা সহায়তার পরিস্থিতিকে ‘অত্যন্ত সীমিত' হিসেবে উল্লেখ করেন৷ ইসরাইলের প্রতি সহায়তা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো, এ বিষয়ও উল্লেখ করেছেন তিনি৷

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র-নির্মিত সাতটি প্যাট্রিয়ট এয়ার-ডিফেন্স সিস্টেম প্রয়োজন ইউক্রেনের৷ তার কথায়, (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনকে অবশ্যই থামাতে হবে৷ তাহলে আকাশসীমা আবার নিরাপদ হবে৷ আর এটি পুরোপুরি ন্যাটোর ব্যাপার৷ তারা ঠিক করবে, আমরা তাদের বন্ধু কি না৷

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় জেলেনস্কি ন্যাটো মন্ত্রীদের বলেন, পশ্চিমা সমর্থনের দোলাচলের মাঝে এক হাজার ২০০টিরও বেশি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক হাজার ৫০০টি ড্রোন এবং আট হাজার ৫০০টি গাইডেড বোমার লক্ষ্যবস্তু হয়েছে ইউক্রেন৷

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ বাড়িয়েছে মস্কো৷

জেলেনস্কি বলেন, ‘আমরা সরাসরি বলছি ‘নিজেদের সুরক্ষার জন্য আমাদের প্যাট্রিয়টসের মতো আরও সাতটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার৷ এটা খুব সামান্য৷ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পরিস্থিতি পরিবর্তন করতে পারে৷'

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনব্যার্গ সাংবাদিকদের বলেন, ‘প্যাট্রিয়টগুলো ছাড়াও অন্যান্য অস্ত্র রয়েছে যা মিত্ররা সরবরাহ করতে পারে, যার মধ্যে রয়েছে ফরাসি-ইটালিয় এসএএমপি/টি৷ যাদের প্রয়োজনীয় সিস্টেম নেই তারা ইউক্রেনের জন্য সেগুলো কিনতে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে৷'

জেলেনস্কি যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়ে ন্যাটোর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সমালোচনা করে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য এ বছরে আর অপেক্ষা করতে পারছি না৷'

যদিও ন্যাটো মিত্ররা কিয়েভকে লাখ লাখ গোলাবারুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ তবে এখনো পর্যন্ত কেউই সেগুলো সরবরাহ করতে পারেনি৷

মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে কয়েকজন কট্টর-ডানপন্থি ট্রাম্প সমর্থকদের কারণে কয়েক মাস ধরে ইউক্রেনের তহবিল আটকে রয়েছে৷ সেই সংক্রান্ত বিষয়ে জেলেনস্কি বলেছেন, ‘আমরা এখনো যুক্তরাষ্ট্র থেকে নতুন সমর্থনের জন্য অপেক্ষা করছি৷'

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম