Logo
Logo
×

আন্তর্জাতিক

এরদোগানের সঙ্গে দেখা করতে তুরস্কে যাচ্ছেন হামাস নেতা হানিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৮:১১ পিএম

এরদোগানের সঙ্গে দেখা করতে তুরস্কে যাচ্ছেন হামাস নেতা হানিয়া

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দেখা করতে দেশটিতে সফরে যাচ্ছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতা ইসমাইল হানিয়া। 

আলজাজিরার খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে গাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিন সন্তান ও চার নাতি-নাতনিসহ পরিবারের সাত সদস্যকে হারানোর এক সপ্তাহ পর তুরস্কে যাচ্ছেন হানিয়া। 

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এরদোগান ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। গাজায় একাধিকবার ত্রাণভর্তি জাহাজও পাঠিয়েছে তুরস্ক।

হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এরদোগান বলেছেন, আমি শুক্রবার ফিলিস্তিনের নেতাকে স্বাগত জানাব। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম