Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘মাথা ঠান্ডা’ রাখার আহ্বান ঋষি সুনাকের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০১:০৫ এএম

নেতানিয়াহুকে ‘মাথা ঠান্ডা’ রাখার আহ্বান ঋষি সুনাকের

ইসরাইলে ইরানের অপ্রত্যাশিত ও অভাবনীয় হামলায় হতচকিত পশ্চিমা বিশ্ব। তেহরানের এ হামলার বিপরীতে তেলআবিবের প্রতি তাদের আহ্বান, এ মুহুর্তে হুট করে ইরানে হামলা করা ঠিক হবে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও একই সুর তুললেন। ফোন করে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানালেন তিনি।

সুনাকের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোনালাপে নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন সুনাক। কারণ এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না। বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে। 

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা করে ইসরাইল। এতে আইআরজিসির বেশ কয়েকজন নেতার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইসরাইলি ভূখণ্ডে গত শনিবার প্রায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ ঘটনায় ইরানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইল। তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনো জানা যায়নি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম