Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১২:৫৭ পিএম

ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

দখলদার ইসরাইলে ৩০০ টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। সিরিয়ায় কনস্যুলেটে ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডারসহ ১১ জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা পর এ হামলা চালালো তেহরান। শনিবার রাতে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজের’ আওতায় ইসরাইলে হামলা চালায় ইরান। 

ইরানের এ হামলার পর সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরাস। আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার বাস্তব ঝুঁকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। 

গুতেরা বলেন, আমি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই। এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে, যার ফলে সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বহু দেশ। আমি বার বার বলেছি মধ্যপ্রাচ্য ও এই বিশ্ব আরেকটি যুদ্ধ সহ্য করার সক্ষমতা রাখে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম