‘সাহিত্যে পড়তে না পেরে’ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পিএম
প্রতীকী ছবি
পশ্চিমবঙ্গের কলকাতায় গলায় ফাঁস নিয়ে হোস্টেলের ঘরে আত্মহত্যা করেছেন এক ছাত্রী।
শুক্রবার সকালে তার ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নন্দিতা লাহা (১৮) নামের ওই ছাত্রী দক্ষিণ কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধম্যের খবরে বলা হয়েছে, নন্দিতার বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বুথঘেরা এলাকায়। আলিপুরের জাজেস কোর্ট রোডে মেয়েদের একটি হোস্টেলে থাকতেন তিনি। আরও দুজন ছাত্রী তার সঙ্গে থাকতেন।
বাকি দুজনের ছুটিতে থাকায় নন্দিতা ঘরে একাই ছিলেন। সকালে ডাকাডাকির পরও নন্দিতা ঘরের দরজা না খোলায় হোস্টেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় নন্দিতার লাশ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘরে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে- ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ছিল না নন্দিতার। তিনি চেয়েছিলেন সাহিত্য নিয়ে পড়তে।
তবে ওই হাতের লেখা নন্দিতারই কিনা, তা যাচাই করে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।