Logo
Logo
×

আন্তর্জাতিক

বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের ২ অভিযুক্ত গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৮:০০ পিএম

বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের ২ অভিযুক্ত গ্রেফতার

বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। 

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।  

দুই অভিযুক্ত হলেন- মুসাভির হুসেন শাজিব এবং আবদুল মাঠিন আহমেদ। বেশ কয়েক দিন ধরে তারা রাজ্যটিতে আত্মগোপন করেছিলেন বলে এনআইএ সূত্র জানিয়েছে। 

পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানানো হয়, পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুজনকে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কলকাতার লেনিন সরণির একটি হোটেলে ছিলেন ওই দুজন। তবে এক রাতের জন্যই। নিজেদের ভুয়া নাম পরিচয় লিখেছিলেন হোটেলের রেজিস্টারে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ মার্চ বিকাল সাড়ে ৫টা নাগাদ সেখানে গিয়েছিলেন বিস্ফোরণকাণ্ডের দুই অভিযুক্ত। হোটেলে নিজেদের পর্যটক বলে পরিচয় দিয়েছিলেন দুজন। জানিয়েছিলেন দার্জিলিং থেকে এসেছেন তারা। আরও জানিয়েছিলেন তাদের পরবর্তী গন্তব্য চেন্নাই। রাতে হোটেলে থেকে ১৪ মার্চ সকালেই সেখান থেকে বেরিয়ে যান তারা। 

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার পর দুই সন্দেহভাজন পশ্চিমবঙ্গে চলে যান। সেখানেই লুকিয়ে ছিলেন তারা। এনআইএর একটি দল অবশেষে তাদের গোপন আস্তানার খবর পেয়ে সেখানে হানা দেয়। তারপর শুক্রবার সকালে গ্রেফতার করা হয় দুজনকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম