Logo
Logo
×

আন্তর্জাতিক

কারাগারে নামাজ শেষে মাহমুদ কুরেশিকে জড়িয়ে ধরেন ইমরান খান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ১১:৪১ এএম

কারাগারে নামাজ শেষে মাহমুদ কুরেশিকে জড়িয়ে ধরেন ইমরান খান

বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

 কারাগারের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তিনি।

কারা সূত্রের বরাতে জিয়ো নিউজ জানিয়েছে, ইমরান খানের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশিও ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং শাহ মাহমুদ কুরেশি আদিয়ালা কারাগার মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে পিটিআই প্রধান কুরেশিকে জড়িয়ে ধরেন এবং দুজনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ইমরানের সঙ্গে জামাতে নামাজ আদায় করেন কারা কর্মকর্তারাও।এ উপলক্ষে আদিয়ালা কারাগারে হাই অ্যালার্ট জারি করা হয়।

ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক রয়েছেন এবং তার স্ত্রী বনি গালায় তাদের বাসভবনে আটক রয়েছেন। যেটিকে বুশরার দোষী সাব্যস্ত হওয়ার পরে সাব-কারাগার ঘোষণা করা হয়েছিল।

ঈদ উপলক্ষে দুজনের মধ্যে মতবিনিময়ের সুবিধার্থে আদালতের নির্দেশে ইমরান কারাগারে বুশরা বিবির সঙ্গে দেখা করেছেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম