Logo
Logo
×

আন্তর্জাতিক

নিজের তিন ছেলেকে হত্যা করেছে ইসরাইল, যা বললেন হামাসপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পিএম

নিজের তিন ছেলেকে হত্যা করেছে ইসরাইল, যা বললেন হামাসপ্রধান

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে নিহত হয়েছেন। হামলায় নাতি-নাতনিসহ কয়েক ডজন আত্মীয়কেও হারিয়েছেন হামাস প্রধান। 

নিহত তিন সন্তানের নাম- হাজেম, আমির ও মোহাম্মদ। তবে ছেলেদের হত্যার বিষয়টি যুদ্ধবিরতিতে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন হামাস প্রধান।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

ইসমাইল হানিয়া বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিতেই এমন হামলা চালিয়েছে ইসরাইল। যদি তারা মনে করে এই হামলার পর হামাসের অবস্থান বদলে যাবে, তাহলে সেটি তাদের অলীক কল্পনা।

হামাস নেতা বলেন, শহীদদের রক্ত এবং আহতদের বেদনা দিয়ে আমরা আশা তৈরি করি, আমরা ভবিষ্যত তৈরি করি, আমরা আমাদের জনগণ এবং আমাদের জাতির জন্য স্বাধীনতা এবং স্বাধীনতা তৈরি করি।

কাতার থেকে হানিয়া বলেন, আল্লাহ আমার তিন সন্তান ও কয়েকজন নাতি-নাতনির শহীদ হাওয়ার যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ছেলেদের শহীদের সম্মান দেওয়া হয়েছে। তারা গাজায় আমাদের ফিলিস্তিনি জনগণের সঙ্গেই রয়ে গেছে। তারা চলে যায়নি এবং পালিয়েও যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম