মাজারে যাওয়ার পথে ট্রাক খাদে পড়ে নিহত ১৭
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০১:১৪ পিএম
পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রাক উলটে খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ।
বেলুচিস্তানের হাব জেলায় শাহ নুরানি মাজারে যাওয়ার পথে ট্রাক খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।খবর জিয়ো নিউজ উর্দূর।
পুলিশ জানিয়েছে, তীর্থযাত্রীরা থাট্টার বাসিন্দা এবং ট্রাকটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিল।
সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) সাকরো ওয়াজিদ আলি জানিয়েছেন, ট্রাকের চালক করিম বক্সকে হেফাজতে নেওয়া হয়েছে
নিহত ১৭ জনের মধ্যে অন্তত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে বলে জানান তিনি।
ঘটনার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর নির্দেশে গুরুতর আহত ১২ জনকে করাচির সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।