আনন্দ-উদ্দীপনায় আরব আমিরাতে ঈদের নামাজ আদায়
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ১০:৪১ এএম
উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আনন্দে মেতে উঠেছেন দেশটির মুসলিমরা।
সংযুক্ত আরব আমিরাতে আজ ভোর থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়েছে এবং দেশজুড়ে অসংখ্য মুসল্লি মসজিদ ও নামাজের মাঠে ঈদের নামাজ আদায় করেছেন।
গালফ নিউজ জানিয়েছে, বুধবার (১০ এপ্রিল) সকালেই দেশটির মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে মধ্যপ্রাচ্যের এই দেশটির জেনারেল অথরিটি অব দ্য ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজের সময় ঘোষণা করে।
ঘোষণা অনুযায়ী, আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৭ মিনিটে, রাস আল খাইমাহতে ৬টা ১৫ মিনিটে, ফুজাইরাহ ও খোরফাক্কানে ৬টা ১৪ মিনিটে এবং উম্মে আল কুওয়াইনে ৬টা ১৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া আল আইনে ৬টা ১৫ মিনিটে এবং জায়েদ সিটিতে বুধবার সকাল ৬টা ২৬ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
শারজাহ থেকে প্রবাসী আলেম ওমর ফারুক আজাদ জানান, আরব আমিরাতের শারজাহ’র অন্যতম আইকনিক স্থাপত্য আল নূর মসজিদে ঈদের নামাজে জমায়েত হয়েছেন অন্তত ১০ হাজার মুসল্লি। বিভিন্ন ভাষাভাষী ও বর্ণের মানুষ এক কাতারে জামাত আদায়ের দৃশ্য হৃদয়স্পর্শী। এছাড়াও নারীরাও দলে দলে জামাতে শরীক হয়েছেন। নামাজের পর আরব্য কোমলমতি শিশুরা রাস্তার দ্বারে দ্বারে চকলেট, মিষ্টান্ন ও জুস বিতরণের দৃশ্যটাও চমৎকার।
প্রবাসে ঈদের অনুভূতি জানিয়ে তিনি বলেন, প্রবাসের বুকে স্বজনহীন ঈদে অবশ্য খুশির আমেজে মলিনতা থাকেই। কিন্তু তারপরও বড় মসজিদগুলোতে ঈদের জামাত আদায় করলে ঈদের শাশ্বত শিক্ষা, বিশ্ব মুসলিমের ঐক্যের অনুভূতি পাওয়া যায়।