Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের যেসব এলাকায় ঈদ বুধবার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০২:১২ এএম

ভারতের যেসব এলাকায় ঈদ বুধবার

ফাইল ছবি

ভারতের কেরালা, লাদাখ এবং জম্মু-কাশ্মীরের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার এসব এলাকায় ঈদুল ফিতর উদযাপিত হবে। কিন্তু লক্ষ্ণৌ, দিল্লি, বেঙ্গালুরুসহ দেশটির বাকি অংশে চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার এসব এলাকায় ঈদ উদযাপিত হবে। অর্থাৎ সেসব অঞ্চলে রমজান ৩০ দিন পূর্ণ হবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশজুড়ে মুসলমানেরা শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় ছিলেন। এর মধ্যে বাংলাদেশের আকাশে তা দেখা যায়নি। ফলে দেশটিতে বৃহস্পতিবার ঈদ হবে।

এছাড়া সোমবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, মিসর, তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্য ও পশ্চিমের অন্যান্য দেশে শাওয়ালে চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার এসব দেশে ঈদ উদযাপিত হবে। একই দিনে ঈদের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চাঁদপুরসহ কয়েকটি জায়গায় ঈদ উদযাপন করা হবে। সাধারণত সৌদির একদিন পর দেশে চাঁদ দেখা যায়। এবার রোজাও শুরু হয়েছিল দেশটির একদিন পরে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম