Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে যে কথা হলো এরদোগানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পিএম

গাজা ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে যে কথা হলো এরদোগানের

ছবি: হুরিয়াত ডেইলি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা বন্ধ করতে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপকালে এই গুরুত্ব তুলে ধরেন তুর্কি নেতা। 

প্রেসিডেন্ট এরদোগানের জনৈক কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ।

প্রসঙ্গত, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান সালমানকে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আরও কার্যকর যৌথ প্রচেষ্টা চালানো প্রয়োজন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের সবচেয়ে তীব্র সমালোচকদের মধ্যে একজনে পরিণত হয়েছেন এরদোগান। তিনি হামাসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করার পশ্চিমা অবস্থান প্রত্যাখ্যান করেছেন।

এছাড়া ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করে এরদোগান গাজায় গণহত্যা চালনার অভিযোগ এনেছেন। আর সর্বশেষ উদ্যোগ হিসেবে ইসরাইলে পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম