Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে বাড়ল রূপার দামও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ১০:২০ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে বাড়ল রূপার দামও

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে বাড়ল রূপার দামও

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। মঙ্গলবারও নিরাপদ আশ্রয় ধাতুটির দর বেড়েছে। এ নিয়ে টানা ৮ দিন মূল্য বৃদ্ধি পেল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২৩৬৩ ডলার ৪২ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২৩৬৫ ডলার ০৯ সেন্ট। বিশ্ব ইতিহাসে যা সর্বকালের সর্বোচ্চ।

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশলের প্রধান ওলে হ্যানসেন বলেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বিদ্যমান রয়েছে। ফলে আর্থিক নিরাপত্তার আশায় স্বর্ণে বিনিয়োগে ঝুঁকছেন ব্যবসায়ীরা। তাতে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী এখনো মূল্যস্ফীতি চড়া আছে। এছাড়া সুদের হার কমানোর আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে দেশটির মুদ্রা ডলারের মান কমেছে। সঙ্গত কারণে স্বর্ণের দাম আরও ঊর্ধ্বগামী হয়েছে।  

শুধু স্বর্ণ নয়, রূপার দরও বৃদ্ধি পেয়েছে। আলোচিত দিনে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বেড়েছে ১ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২৮ ডলার ১১ সেন্টে। কর্মদিবসের শুরুতে তা ছিল ২৮ ডলার ১৫ সেন্ট। ২০২১ সালের জুনের পর যা সর্বোচ্চ।  

এ নিয়ে টানা ২ দিন ২৮ ডলারের ওপরে থাকল রূপার দাম। তাতে আরও মোমেন্টাম পেয়েছে মূল্যবান ধাতু স্বর্ণ। এই প্রেক্ষাপটে ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) বিশ্লেষকরা বলছেন, ২০২৫ সালের মধ্যে আউন্সে স্বর্ণের দর উঠতে পারে ৩০০০ ডলারে। সেই সঙ্গে রূপা আরও শক্তিশালী হবে। আগামী ১২ মাসের মধ্যেই মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি মূল্য ৩০ ডলারের ওপরে পৌঁছাতে পারে। কারণ শিল্প কারখানায় চাহিদা বেড়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম