
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৩ এএম
ফিনল্যান্ডের স্কুলে বন্দুক হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পিএম

আরও পড়ুন
ফিনল্যান্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় ১২ বছর বয়সি তিন শিশু আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার (স্থানীয় সময়) দিকে রাজধানী হেলসিংকির শহরতলি ভানতার ভিয়েরতোলা স্কুলে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ বছর বয়সি এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ভিয়েরতোলা স্কুলের অধ্যক্ষ সারি লাসিলা রয়টার্সকে বলেছেন, ‘আপাতত কোনো বিপদ নেই।’ এ ঘটনার বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।